Your Cart
:
Qty:
Qty:
রাজনীতি আইন তৈরি করে। আইন রাজনীতির করণীয় ও পরিহার্য নির্ধারণ করে। রাজনৈতিক ব্যবস্থার নিয়ম-কানুন আইন দ্বারা পরিচালিত হয়; কিন্তু আইনকে ব্যর্থ করার অপচেষ্টা আমাদের দেশে প্রবল। কারণ, এখানে যুক্তির জোর নেই; কিন্তু বাহুবল এখানে প্রবল অহরহ। জোর যার মুলুক তার। কথার ফুলঝুরি এখন আর শুনতে চায় না জনগণ; কিন্তু আম-জনতা দিন দিন কেবলই দিশেহারা। তারপরও আইন জনতার হাতের অস্ত্র। এর পেছনে থাকতে হয় সত্যের জয়গান। সে গান করতেও আইন দরকার। সংবিধান কোনো অলৌকিক স্রষ্টার তৈরি দলিল নয়। যদিও সেখানে স্রষ্টা-নির্দেশিত নৈতিকতা ভিত্তি হতে পারে। তবে সংবিধানের অধিকাংশ মানুষের সৃষ্ট মতবাদের বহিঃপ্রকাশ। নীতি নৈতিকতার ব্যতয় ঘটলে জাতির জন্য সমূহ বিপদ। তাই আমাদের জাতীয় জীবনে এত দুর্যোগের ঘনঘটা। এ-সব দুর্যোগ থেকে মুক্তির পথ এখন বড়োই সংকুচিত। এ সংকোচন ও প্রসারণ নিয়েই তৈরি হয়েছে এই বইটি। পাঠকের ও দেশের উপকারে আসবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস রয়েছে। তবে সমালোচকের মূল্যায়নের পথ ধরেই ঘটবে এর উন্নতি। এ অমোঘ বাণীর ওপর আস্থা রয়েছে লেখকের। রাজনীতি, আইন ও ধর্মের আন্তঃসম্পর্কের ক্রমবিকাশের ধারাবর্ণনাতে সিক্ত এ বইয়ের অনেক পৃষ্ঠা। এই আন্তঃসম্পর্কের একটি প্রধান বিষয় হলো মানবাধিকার।